বিবাহিত নারী (একত্রিশ)

প্রথম বছরগুলিতে প্রায়শই স্ত্রী নিজেকে মোহাবদ্ধ করে রাখেন। নিঃশর্তভাবে স্বামীর প্রশংসা করার চেষ্টা করেন তিনি। কোনোরকম খুঁতখুঁতুনি ছাড়াই স্বামীকে তিনি ভালোবাসেন। চেষ্টা করেন স্বামী এবং সন্তানদের কাছে নিজেকে অপরিহার্য করে তুলতে। এরপর তাঁর প্রকৃত অনুভূতির প্রকাশ ঘটে। তিনি উপলব্ধি করতে পারেন--তাঁর স্বামী তাঁকে ছাড়াই চলতে পারেন, সন্তানরা তৈরিই হয়েছে তাঁর থেকে আলগা হয়ে যাওয়ার জন্য। তাঁরা প্রত্যেকেই সবসময়ই কম-বেশি অকৃতজ্ঞ। নিজেকে তিনি খুঁজে পান একাকী, পরিত্যক্ত একজন প্রজা হিসাবে।

by চন্দন আঢ্য | 09 August, 2022 | 361 | Tags : The married woman Feminism series thirty one

বিবাহিত নারী (বত্রিশ এবং শেষ পর্ব)

বিবাহের যেটা প্রথাগত রূপ, তা এখন পরিবর্তিত হচ্ছে। কিন্তু বিবাহ এখনও একটি জুলুমের সৃষ্টি করে যা স্বামী-স্ত্রী উভয়েই ভিন্ন ভিন্ন ভাবে অনুভব করেন। তাঁরা উভয়েই যে বিমূর্ত, তাত্ত্বিক অধিকার ভোগ করেন--কেবল সেটি বিবেচনা করলে আজকের দিনে তাঁরা প্রায় সমান-সমান। একে-অপরকে তাঁরা আগের চেয়ে আরও অবাধে নির্বাচন করে নেন। আরও সহজে তাঁরা আলাদা হয়ে যেতে পারেন, বিশেষ করে আমেরিকায় যেখানে বিবাহবিচ্ছেদ একটি চলতি ব্যাপার। স্বামী-স্ত্রীর মধ্যে এখন বয়স এবং সংস্কৃতির ফারাক আগের তুলনায় কম।

by চন্দন আঢ্য | 25 August, 2022 | 301 | Tags : feminism the married woman series thirty two